কবির আহম্মদ সি.ক. প্রাথমিক বিদ্যালয়ে সুধী সমাবেশ

39

আলহাজ কবির আহম্মদ সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, বিদ্যালয় ভূমিদাতার সন্তান এডভোকেট জামাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক জামান। এ সময় শিক্ষক, অভিভাবক, রাজনীতিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বিদ্যালয়ের ভূমিদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে এবং নিরক্ষরতা দূরীকরণে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে বিদ্যালয়টিতে যত ধরণের সমস্যা আছে তা দ্রুত সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিঘ্রই বিদ্যালয়টি পরিকল্পিত ভাবে বহুতল ভবনে রূপান্তরিত করা হবে। অভিভাবকদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে হবে। যাতে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষা অর্জন করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নানামুখি পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে সরকার বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থার প্রবর্তন করেন। মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দারিদ্রতাকে জয় করতে হবে। নিজেকে দরিদ্র পরিবারের সন্তান না ভেবে শিক্ষিত হয়ে সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নীতি-নৈতিকতা, সৎ, চরিত্রবান ও আদর্শবান মানুষ হওয়ার জন্য নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। একজন সন্তান তার পরিবারের জন্য বোঝা নয়, শিক্ষার মাধ্যমে তাকে সম্পদ হিসেবে রূপান্তরিত করতে হবে। সিটি মেয়র বলেন, আমরা যদি সঠিকভাবে সন্তানের দায়িত্ব নিতে পারি তাহলে সে সন্তান বিপথে যাবে না। নতুন প্রজন্মকে সুন্দর সমাজ ও দেশ উপহার দেয়ার জন্য দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। বিজ্ঞপ্তি