কনফিডেন্স সল্ট দৃষ্টি বুক রিভিউ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন

78

কোন বই সম্পর্কে আলোচনা করা মানে বইয়ের সারাংশ বলা নয়, বইটি সম্পর্কে একটি সমালোচনামূলক আলোচনা করা। একটি ভালো আলোচনা পাতায় পাতায় কী আছে তার বর্ণনা দেয়; বইটি নিজ উদ্দেশ্য সাধনে কতটা সফল তার বিশ্লেষণ করে; শেষে একটি অনন্য পরিপ্রেক্ষিত থেকে প্রতিক্রিয়া ও মতামত ব্যক্ত করে। শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহকে আরো বেগবান করতে সাফিয়া গাজী রহমান দৃষ্টি লানিং সেন্টার আয়োজন ও কনফিডেন্স সল্ট লিমিটেড এর পৃষ্টপোষকতায় “কনফিডেন্স সল্ট দৃষ্টি বুক রিভিউ প্রতিযোগিতা”। গত ২২ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন প্রতিযোগী থেকে ৯ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পর্বের জন্য মনোনিত করা হয়। গতকাল ১০ জুলাই রাতে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিযোগীয় অংশগ্রহণ করে জুনিয়র গ্রূপে ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবিহা উলফাত, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাজমুন আরা সিদ্দিকা তিথি, বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের ইনজামামুল হক ইনজি ও চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের জিলান মাহমুদ। সিনিয়র গ্রূপ চট্টগ্রাম কলেজের ঐন্দ্রিলা বড়ুয়া, সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রাবন্তী সরকার, সিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান মিল্কী, কুষ্টিয়া জিলা স্কুলের সাররি শক্তি ও বাংলাদেশ মহিলা সমিতি কলেজের সুলতানা মান্নান নাইফা। চুড়ান্ত পর্বে প্রতিযোগীরা জহির রায়হানের “আরেক ফাল্গুন” ও বিভুতিভুষন বন্দ্যোপাধ্যায় এর “চাদের পাহাড়” বই ২টির উপর রিভিউ প্রদান করে এবং একই সাথে বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের দিতে হয়। প্রথমবারের মত ভাচুয়ার্ল মাধ্যমে আয়োজিত এই প্রতিযোগিতা জুনিয়ার গ্রূপের চ্যাম্পিয়ন ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা উলফাত, রানার আপ বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের ইনজামামুল হক ইনজি, সিনিয়র গ্রূপের চ্যাম্পিয়ন সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রাবন্তী সরকার, ১ম রানারআপ চট্টগ্রাম কলেজের ঐন্দ্রিলা বড়ুয়া, ২য় রানারআপ কুষ্টিয়া জিলা স্কুলের সাররি শক্তি। ফাইনাল প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মইনুল হাসান চৌধুরী, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিরিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাব এর প্রতিষ্ঠাতা ও চ্যানেল আই এর সিনিয়র ষ্টাফ রির্পোটার মাসরুর শাকিল। প্রতিযোগিতা শুরুর পূর্বে দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনফিডেন্স সল্ট লিমিটেড এর হেড অব মার্কেটিং সর্দার নওশাদ ইমতিয়াজ, দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না ও প্রতিযোগিতা সমন্বয়কারী দৃষ্টির মিডিয়া এন্ড কমিউনিকেশন সম্পাদক অনির্বাণ বড়ুয়া। এর আগে অংশগ্রহণকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রথম পর্বে নির্ধারিত ৬টি বই (দিপু নম্বর টু, রয়েল বেঙ্গল টাইগার, মা, লাল নীল দীপাবলী, পুতুল নাচের ইতিকথা ও আমি বিজয় দেখেছি) পড়ে নিজের মত করে পর্যালোচনা করে একটি ভিডিও পাঠিয়েছে। প্রথম পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম ও কর্পোরেট ব্যক্তিত্ব সর্দার নওশাদ ইমতিয়াজ। বিজ্ঞপ্তি