কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা

6

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক লোকশিল্পী আব্দুল গফুর হালীর ৯৩তম জন্মবার্ষিকী স্মরণে এক ভার্চ্যুয়াল আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা গান আবৃত্তিতে অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ শফিউল আজম শেফু, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, দিল আফরোজ হীরা। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক গানকে সমৃদ্ধ করেছেন এবং বিশ্ব দরবারে মর্যাদার স্থানে উপনীত করেছেন আবদুল গফুর হালী। সোনাবন্ধু তুই আমারে করলি দিওয়ানাসহ অসংখ্য আঞ্চলিক ও লোকগানের ¯্রষ্টা, কিংবদন্তী লোকশিল্পী আব্দুল গফুর হালী। লোকসংগীত এবং লোকসংস্কৃতি চর্চায় প্রতিটি বিদ্যালয়ে লোকসংস্কৃতি কর্ণার গড়ে তোলা সময়ের দাবি। লোকসংগীত লোকসংস্কৃতি আমাদের অস্তিত্বের স্মারক। বিজ্ঞপ্তি