কদলপুরে সুন্নি সম্মেলন

37

 

গাউসিয়া কমিটি দক্ষিণ কদলপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১৮তম সুন্নি সম্মেলন গত শনিবার রাউজান উপজেলার কদলপুরের পরীরদীঘির পারস্থ খানকায়ে কাদেরীয়া সৈয়্যদীয়া তৈয়বীয়া তাহেরীয়া সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ ইলিয়াস নুরী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান। উদ্বোধক ছিলেন কদলপুর হামাদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক্ব আল্লামা সৈয়দ রফিক উদ্দিন ফারুকী। সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক আবরার মাহতাব খোকন এবং অর্থ সম্পাদক মো. মহসিনের যৌথ সঞ্চালনায় আলোচনা করেন চট্টগ্রাম ষোলশহর হাজী সিদ্দিক আহমদ কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব আল্লামা সেকান্দর হোসেন আল কাদেরী, কক্সবাজার জঙ্গলীপীর সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আল্লামা মুফতি আবদুল আজিজ রজভী, মা আয়েশা সিদ্দিকা সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাহবুবুর রহমান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী খোরশেদুল আলম কাদেরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন সুমন, গাউসিয়া কমিটি দক্ষিণ কদলপুর আঞ্চলিক শাখার উপদেষ্টা মাওলানা আবুল কাশেম সিদ্দিকি, মির্জা জান্নাতুল নাঈম জামে মসজিদের খতিব ফরুক আহমদ আশরাফী, সুলতানুল আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দিন আশরাফি। বক্তব্য রাখেন মাকসুদুর রহমান, রবিউল হোসেন শাহ্, ইব্রাহীম খলিল, মো. আলমগীর, মো. আলি আকবর, নজরুল ইসলাম, মো. আকতার হোসেন, মিল্লাত খান, মো. রাসেল, মো. ইয়াকুব, মো. পারভেজ, মো. মুছা, হাবিবুর রহমান, ইমরান হোসেন রানা, শহীদুল ইসলাম সাহেদ প্রমুখ।