কদলপুরে অপচনশীল আবর্জনা সংগ্রহ অভিযান উদ্বোধন

25

রাউজান প্রতিনিধি

রাউজানের কদলপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারেরমত অপচনশীল আবর্জনা সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান গত ১ মার্চ কদলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরীর এমপি। কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কমল চক্রবর্তী এবং দপ্তর সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্যের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, ইরফান আহমেদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন জয়নাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী সাহাবু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সুমন দে, মাসুদ হোসেন রুবেল, বীর মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী, শোকত হোসেন চৌধুরী, ইউপি সদস্য মো. আলমগীর, মো. মমতাজ, আবু তৈয়ব চৌধুরী, মো. ইলিয়াস, আবছার মুরাদ বাবুল, আলী আকবর, হাসিনা বেগম, লাভলী আক্তার, এ্যানি বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একরাম চৌধুরী, পংকজ ভট্টাচার্য, আবদুল ছালাম, সেলিম উদ্দীন, লোকমান হাকিম চৌধুরী, আজগর আলী চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, জয়নাল আবেদীন, একরাম হোসেন, আরমান উদ্দিন শাহ, শাহেদুল ইসলাম সুজন, মো. তানভীর, মো. কাউছার আহমেদ চৌধুরী তানিম, এম হান্নান উদ্দিন ও বেলাল উদ্দিন। অনুষ্ঠানে ২০০০ বস্তা আবর্জনা সংগ্রহ করা হয়।