কথাসাহিত্যিক ও চবি উপাচার্য শিরীণের দুই গ্রন্থের মোড়ক উন্মোচন আজ

6

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার রচিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘৭ই মার্চ : একটি জাতির কথামালা’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৃতীয় চোখ প্রকাশনীর উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বই দুটির মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য প্রফেসর বেনু কুমার দে। প্রধান আলোচক থাকবেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মোহীত উল আলম। আলোচক থাকবেন কবি ও নাট্যজন অভীক ওসমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মহীবুল আজিজ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহব্বান জানিয়েছেন তৃতীয় চোখ প্রকাশনীর সত্ত্বাধিকারী আলী প্রয়াস।