কথাকলি স্কুলে দেশীয় অস্ত্র ভান্ডার!

4

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে স্কুলকক্ষের পরিত্যক্ত সিলিংয়ের উপর থেকে ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় পৌরসদরের ৬নং ওয়ার্ডস্থ রেলওয়ে ডেবার পাড়ে কথাকলি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন সীতাকুন্ড মডেল থানার উপ-পরিদর্শক মো. নাছির উদ্দীন ভূইয়া।সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে জানতে পারি মডেল থানাধীন পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডের কথাকলি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শে¦র কক্ষের সিলিংয়ের উপর কিছু অস্ত্র মজুদ রয়েছে। তাৎক্ষণিক পুলিশ অভিযান পরিচালনা করে ২টি কিরিচ (কাঠের বাটসহ লম্বা ৩১ ইঞ্চি), ১টি কিরিচ (লম্বা ২৬ ইঞ্চি), ১টি কিরিচ (হাতলবিহীন, লম্বা ২৩ ইঞ্চি), ২টি দা (১টি হাতলবিহীন লম্বা ১৯ ইঞ্চি, অপরটি হাতলবিহীন লম্বা ১৭ ইঞ্চি), ১টি দা (হাতলসহ লম্বা ১৭ ইঞ্চি), একটি এসএস পাইপ (লম্বা ২৪ ইঞ্চি) উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের কোন মালিক পাওয়া যায়নি। আমরা অস্ত্রের মালিককে শনাক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছি এবং জিডিমূলে অস্ত্রগুলো জব্দ দেখিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’