কঠিন চীবর দানোৎসবে মোছলেম উদ্দিন বাংলাদেশে জন্মগ্রহণকারী সকলে একই অধিকার ভোগ করবে

13

 

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ দানোত্তম উৎসব ‘কঠিন চীবর দান’। এই দানের মধ্য দিয়ে সুখ-শান্তি লাভের আশায় তারা বিহারে বিহারে জড়ো হয়েছেন। যেসব বৌদ্ধ ভিক্ষুরা বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে নির্দিষ্ট বৌদ্ধ বিহারে ত্রৈমাসিক বর্ষাবাস সম্পন্ন করেন, তাদেরকে এ কঠিন চীবর দান করে থাকেন বৌদ্ধ ধর্মালম্বীরা। গৌতম বুদ্ধের জন্য বিশাখা একদিনের মধ্যে চীবর তৈরি করেছিলেন। তার সেই স্মৃতিকে স্মরণ করেই বৌদ্ধরা একদিনের মধ্যে ভিক্ষুদের জন্য চীবর তৈরি করে থাকেন। ২২ অক্টোবর সন্ধ্যায় বোয়ালখালীর বৈদ্যপাড়া সার্বজনীন বৌধিদ্রম বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মাবলম্বীরা এক সাথে বসবাস করছে এবং সবাই যার যার ধর্ম পালন করে আসছে। এটা দয়া নয়, এটা দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার। এ দেশে জন্মগ্রহণকারী সকলে একই অধিকার ভোগ করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল, চেয়ারম্যান হামিদুল হক মান্নান, বোয়ালখালী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ওসমান গনি, আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ হারুন বিন রিপন, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোশাররফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি