কক্সবাজারে বখাটেদের হামলায় ৫ রাখাইন যুবক আহত

2

কক্সবাজার প্রতিনিধি

রাখাইন যুবতীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় পাঁচ রাখাইন যুবক আহত হয়েছেন। আহত এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। আহত যুবকেরা কঠিন চীবর দান অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার রাত সাড়ে ১২টায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর রাখাইন পাড়ায় এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা গেছে, স্থানীয় মোহাম্মদ ইলিয়াছ, জকির আলম ও মোহাম্মদ শাকিবসহ কয়েকজন বখাটে রোববার বিকেলে কঠিন চীবর দান অনুষ্ঠান চলাকালীন রাখাইন যুবতীদের উত্ত্যক্ত করে। এসময় স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেয়। পরে রাতে এসে বখাটেরা থোই থোই লং, আসান মং, মংক্য ওয়ান, ক্যহিন মংএছেনদের উপর হামলা চালায়। আহত রাখাইন যুবকদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থোই থোই লংয়ের চাচা শৈবা রাখাইন বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দিয়েছেন। শৈবা রাখাইন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।