কক্সবাজারে আল্লামা আবদুল হাই নদভী দুঃসময়ে সঠিক পথের সন্ধান দেন আবদুল কাদের জিলানী

2

 

বায়তুশ শরফ পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, শরিয়ত ও তরিকত জগতের স¤্রাট শাহেনশাহে বাগদাদ সাইয়্যিদুনা আবদুল কাদের জিলানী (রাহ.) এর শিক্ষা ও আদর্শ যুগে যুগে সঠিক পথের দিশা দিয়ে আসছে। তাঁর অপরিসীম জ্ঞানের পরিধি, ভাষার মাধুর্যতায় মানব সমাজকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেছে। দুঃসময়ে উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের দিশা দেয়ার জন্য তাঁর মত একজন মুজাদ্দিদের, একজন পথ প্রদর্শকের আবির্ভাব হওয়া খুবই জরুরি হয়ে পড়েছিল। তাই তিনি ‘মুহিউদ্দীন’ তথা পুনর্জীবিতকারী উপাধিতে ভূষিত হন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাহ.) এর ওফাত দিবস স্মরণে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত দুই দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলের মূল অধিবেশন ১৬ নভেম্বর সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ। বক্তব্য দেন মাস্টার সিরাজুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ নুরী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, ড. মাওলানা মহিউদ্দিন মাহী, ড. মাওলানা ওয়ালি উল্লাহ মুহাম্মদ মুঈন, মাওলানা লোকমান হাকিম, মাওলানা কাজী জাফর আহমদ, মাওলানা শফিক আহমদ নঈমী, মাওলানা মহিউদ্দিন মাহবুব, মাওলানা আবুল কালাম আযাদসহ বিভিন্ন ওলামা মাশায়েখ। মাহফিলে ১২ জন হাফেজে কুরআনকে দস্তারে ফজিলত পড়ানো হয়। মাওলানা কাজী শিহাব উদ্দিন ও মাওলানা ওমর ফারুকের পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তব্য দেন মাওলানা নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি