‘কংগ্রেস ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করব’

38

বহু বিতর্কের পর তিন তালাক আইন তৈরি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। অবশ্য তা লোকসভায় পাস হলেও রাজ্যসভায় আটকে গেছে। লোকসভা ভোটের মুখে এবার সেই তিন তালাক আইন নিয়েই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
দলের সংখ্যালঘু শাখার সম্মেলনে গতকাল রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ‘বিতর্কিত’ তিন তালাক আইন বাতিল করা হবে। ওই আইনে তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তিনি দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের কাজে কেন্দ্রের হস্তক্ষেপ করারও অভিযোগ আনেন।
ওই সম্মেলনে রাহুল বলেন, দেশের প্রতিটি মানুষ এই দেশের মালিক। এই দেশ গঠনে দেশের প্রত্যেক সংখ্যালঘুর অবদান রয়েছে। ভারতে প্রতিটি ধর্মের মানুষ এই দেশ তৈরি করেছে। এখন বিভিন্ন আদর্শের মধ্যে সংঘাত হচ্ছে এই সরকারের আমলে।
কংগ্রেস সভাপতি আরও বলেন, দেশের কেন্দ্রীয় সংস্থাগুলো বিশেষ কোনো একটি দলের সম্পত্তি নয়। ওই সব প্রতিষ্ঠান দেশের সম্পত্তি। তাদের রক্ষা করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি প্রকাশ্যে জানিয়েছেন যে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না।