ও কবিতা

65

ও কবিতা প্রাণের সখা
তোকে ভালোবাসি
কড়া নেড়ে যাই প্রতিদিন
তোর দরজায় আসি।

মনের কথা লিখতে ওরে
গুছিয়ে লিখি বল কী করে-
ছন্দগুলোর ভাব জমে না
ফুল ফোটে না কাব্যে
স্যার বলেছেন লেখার আগে
পড়বে এবং ভাববে।

তাই তো আমি ভাবতে থাকি
পড়তে পড়তে স্বপ্ন আঁকি
জ্ঞানের জ্যোতি পূর্ণ করতে
কলম হাতে ধরি
ছন্দগুলো একেক করে
দেয়যে গড়াগড়ি।

ও কবিতা তোকে তখন
সাজাই থরে থরে
মা যে রকম কাপড়গুলো
আলনাতে ভাজ করে।