ওয়াসার পানির দাম বৃদ্ধিতে প্রতিবাদ সভা

64

গত ২৫ আগস্ট রবিবার বিকাল ৪ টায় চকবাজারস্থ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম গণ-অধিকার ফোরাম মহানগর শাখার উদ্যোগে ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে নগর শাখার আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রাম গণ-অধিকার ফোরাম মহাসচিব এম.এ হাশেম রাজু বলেন, গণবিরোধী ওয়াসার পানির দাম ৬২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন। তিনি আরো বলেন, নাগরিক সেবা দিতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ব্যর্থ, পানিতে ময়লা, দুর্গন্ধে, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে পানির দাম বৃদ্ধি করা কোনভাবে যুক্তি সঙ্গত নয়। ৫০ লক্ষ নগরবাসীকে পানির দাম বৃদ্ধি করে মারবেন না।
আশাকরি ওয়াসা কর্তৃপক্ষ এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান মোঃ আবদুর রশিদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জাফর আহমদ, বন্দর থানার আহবায়ক শওকত আলী, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব লেয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ, আকবর শাহ থানার আহবায়ক মোঃ আবুল হাসেম, কোতোয়ালী থানার সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এয়াকুব আলী চৌধুরী, বাকলিয়া থানার সভাপতি আবদুল মতিন কোম্পানী, চান্দগাঁও থানার সভাপতি মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সদরঘাট থানার আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন খান, কেন্দ্রীয় সহ-সম্পাদক জয়নাল আবেদীন, সহ-প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক ফজল কবির প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ৭২ ঘন্টার মধ্যেই ওয়াসা কর্তৃপক্ষ গণবিরোধী পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না আসলে ওয়াসা অফিস ঘেরাও করে প্রতিবাদ সভা, মানববন্ধন, অনশনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। বিজ্ঞপ্তি