ওয়ালটন ডে: হেড কোয়ার্টার্সে দিনব্যাপী আয়োজন

18

‘ওয়ালটন ডে’ উপলক্ষে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টার্সে কাটা হয় বিশালাকার কেক গত ২০ মার্চ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টার্সে ‘ওয়ালটন ডে’ উদযাপন করেছে এই মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের বিশাল পরিবার। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি জাতীয় পতাকা ও ওয়ালটন পতাকা উত্তোলন, শ্বেত কপোত অবমুক্তকরণ, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য নানা আয়োজনে উদযাপিত হয়। জাতীয় ও ওয়ালটন পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ‘ওয়ালটন ডে’ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আলমগীর আলম সরকার। কাটা হয় ‘ওয়ালটন ডে-২০২৩’ শিরোনামের বিশালাকার কেক। ওয়ালটন হাই-টেকের এমডি ও সিইও গোলাম মুর্শেদ যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ওয়ালটনের আজকের এই অগ্রযাত্রায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ‘ওয়ালটন ডে’ উপলক্ষে ডিএমডি আলমগীর আলম সরকার ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াছির আল ইমরান, তাপস কুমার মজুমদার, মাহফুজুর রহমান, শাহীনুর সুলতানা রেখা, নিজাম উদ্দিন মজুমদার, এক্সিকিউটিভ ডিরেক্টর রফিকুল ইসলাম ও মহসিন আলী মোল্লাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।