ওয়ানডেতে কোহলির চেয়ে রোহিত এগিয়ে : গম্ভীর

18

টেস্ট দলে এখনো নিজেকে সেভাবে থিতু করতে না পারলেও সীমিত ওভারের ক্রিকেটে রোহিত নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আগেই। ওয়ানডেতে এর মধ্যেই তিনটি ডাবল সেঞ্চুরি আছে, সর্বোচ্চ রানের ইনিংসটাও তার। সীমিত ওভারে কোহলির জায়গায় অধিনায়কত্ব করেছেন নিয়মিত, শিরোপাও জিতেছেন ভারতকে নিয়ে।
আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে তার সাফল্য কোহলির রয়্যার চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চেয়ে অনেক অনেক বেশি। সাবেক ভারত ওপেনার গম্ভীর নানা কারণেই সীমিত ওভারকে কোহলিকে একটু পিছিয়ে রাখছেন রোহিতের চেয়ে। ‘আমার কাছে মনে হয় সাদা বলে ইম্প্যাক্ট বা প্রভাব বড় একটা ব্যাপার। কোহলি রোহিতের চেয়ে অনেক বেশি রান করবে, এই মুহূর্তে কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম, কিন্তু সাদা বলে রোহিতের ইম্প্যাক্ট বেশি হওয়ায় ও একটু এগিয়ে থাকবে বলে মনে হয় আমার।’