ওসি আবদুল্লাহ আল হারুনের আইজি ব্যাজ অর্জন

18

রাউজান প্রতিনিধি

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’জ ব্যাজ) পেলেন রাউজান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন। পুলিশ সপ্তাহে ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’জ ব্যাজ) পেলেন তিনি।
গত মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তাকে এ ব্যাজ পরিয়ে সনদ পত্র তুলে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লহ আল-মামুন। তিনি ২০২০ সালের ১৭ আগস্ট রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এতে ২০২২ সালে রাউজান থানায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ এ ব্যাজ পান তিনি। সে এ পদক অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির প্রতি।