ওমিক্রন ছড়াল ৪০ দেশে, মৃত্যু নেই

7

পূর্বদেশ ডেস্ক

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ৪০ দেশে শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত এই ধরনে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব তথ্য জানিয়েছে। ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তনে সক্ষম এই ধরনের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সবশেষ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রনের প্রকোপে দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে।
ডব্লিউএইচও শুক্রবার জানিয়েছে, ওমিক্রন ধরনের সংক্রমণে এখনো কোনো মৃত্যুর কথা তারা জানতে পারেনি। তবে নতুন এই ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় সব দেশকে প্রস্তুত থাকার আহব্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, আগামী কয়েক মাসে ইউরোপে মোট কোভিড সংক্রমণের অর্ধেকই হতে পারে ওমিক্রনের কারণে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা শুক্রবার বলেন, ডেলটার মতো নতুন এ ধরনও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতি কমবে।
ওমিক্রন নিয়ে প্রাথমিক একটি গবেষণা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। সেখানে দেখা গেছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ বেশি।এ ছাড়া আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা ওমিক্রনের রয়েছে।
নভেম্বরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর মাত্র অল্প ক’দিনেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি মিলেছে।
ভ্যারিয়েন্টটির জিন বিন্যাসের পরিবর্তন বা মিউটেশনের সংখ্যা অনেক বেশি হলেও এটি অন্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি সংক্রামক কিনা এবং ভ্যাকসিনের সুরক্ষা এড়িয়ে যেতে সক্ষম কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের কাছে থাকা প্রাথমিক তথ্যউপাত্তে ভ্যারিয়েন্টটি কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতার কিছু অংশকে এড়িয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিললেও বিশ্লেষণটি চূড়ান্ত নয় বলে মত অনেক বিশেষজ্ঞের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, কোভিড মোকাবেলায় বিশ্বের হাতে এখন ‘খুবই কার্যকর ভ্যাকসিন’ আছে, এবং আরও ব্যাপকভাবে সেসব ভ্যাকসিন বিতরণের দিকেই সবার মনোযোগ থাকা উচিত।
ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য এখনকার ভ্যাকসিনের বদলে নতুন ভ্যাকসিন বানানো লাগবে- এখন পর্যন্ত এ ধারণার সমর্থনে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলেও জানান রায়ান।
ভ্যারিয়েন্টটি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ এরই মধ্যে আফ্রিকার দক্ষিণের দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। খবর বার্তা সংস্থার।
মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রগামী সকল আন্তর্জাতিক ভ্রমণার্থীদের জন্য যাত্রা শুরুর আগের ২৪ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে। দেশটিতে এখন পর্যন্ত হাওয়াইসহ ৬টি রাজ্যে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। হাওয়াইতে যার দেহে ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে তার সা¤প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস নেই বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ভারতেও দুইজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার নাগরিক ভারতে নামার কয়েকদিনের মাথায় দেশটি ছেড়েও গেছেন। দ্বিতীয় যার দেহে ওমিক্রনের উপস্থিতি মিলেছে তার বয়স ৪৬; ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর এ চিকিৎসকের সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস নেই।
চলতি বছরের এপ্রিল ও মে’তে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে খাদের কিনারে নিয়ে গিয়েছিল; হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন ও ওষুধের ভয়াবহ সংকট তৈরি হয়েছিল।
ওমিক্রনের আবির্ভাবের কিছুদিন আগে থেকেই কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতিতে ইউরোপের অনেকগুলো দেশ হিমশিম খাচ্ছিল। ওমিক্রন সেসব দেশের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
নতুন পরিস্থিতিতে বৃহস্পতিবার জার্মানি টিকা না নেওয়া নাগরিকদের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করায় দেশটিতে এখন কেবল টিকা নেওয়ারা এবং মাত্রই কোভিড থেকে সেরে ওঠারাই রেস্তোরাঁ, সিনেমা হল ও বেশিরভাগ দোকানপাটে যেতে পারবেন।
কয়েকদিনের মধ্যে বিদায় নিতে যাওয়া দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, জার্মানিতে ফেব্রুয়ারি থেকে সবার জন্য টিকা বাধ্যতামূলক হতে পারে। প্রতিবেশী অস্ট্রিয়া এরই মধ্যে ১ ফেব্রæয়ারি থেকে দেশটির বাসিন্দাদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে।
সংক্রমণ মোকাবেলায় নেদারল্যান্ডস ও বেলজিয়ামও আগের অনেক বিধিনিষেধ ফিরিয়ে এনেছে বা বিদ্যমান বিধিনিষেধকে আরও কঠোর করেছে।