ওমানে দুর্ঘটনায় রাউজানের যুবকের মৃত্যু

11

রাউজান প্রতিনিধি

ওমানে দুর্ঘটনায় মো. হেলাল উদ্দিন (৩৬) নামে রাউজানের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, প্রবাসী হেলাল তার ভাই বেলাল উদ্দিনের (৩৮) সাথে ওমানে ফার্নিচারের কাজ করতেন। গত শুক্রবার বিকেলে কাজের সময় ফ্লাই বোর্ড সরাতে গিয়ে অসাবধান তাবশত মাথায় পড়ে মারাত্মক আঘাত পান হেলাল। এর ১দিন পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ জাইল্ল্যাটলার মৃত আবদুল মালেকের পুত্র। ৪ বোন, ২ ভাইয়ের মধ্যে হেলাল ৪র্থ। তার মা মনোয়ারা বেগম ও ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, ৫ বছর আগে জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান হেলাল। এর আগে দেশে কৃষি কাজের পাশাপাশি সিএনজি অটোরিক্শা চালাতেন। ৮ মাস আগে তিনি দেশ থেকে ঘুরে গিয়েছিলেন। তার ৭ বছরের ১টি কন্যা ও ৫ মাসের একটি ছেলে রয়েছে। বাবাকে দেখার সৌভাগ্য হলো না ছেলেটির। হেলাল প্রবাসে যাওয়ার সময় করা ঋণ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন পরিবার। স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দীন বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।