ওএমএসের ৭ বস্তা চাল আত্মসাতের চেষ্টা

3

নিজস্ব প্রতিবেদক

সরকারের ন্যায্যমূল্যের ওএমএসের চাল নিতে মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ বিক্রি করার পর জানালো হলো চাল শেষ। এসময় লাইনে দাঁড়ানো লোকজন চাল থাকার পরেও না দেয়ায় ক্ষুব্ধ হন। এমন অবস্থার মধ্যেই ট্রাকে রাখা চাল বিক্রি না করেই আত্মসাতের চেষ্টাকালে ফয়’স লেক গেটের বাইর থেকে গাড়িসহ সাত বস্তা চাল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম এসব চাল জব্দ করেন। ডিলার সুভাষ চৌধুরী চাল বিক্রি করছিলেন। ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদেরকে দুইবার ফোন দেয়া হলেও তিনি ধরেননি।
চসিক কাউন্সিলর মো. জহিরুল আলম জসিম পূর্বদেশকে বলেন, ওএমএসের চাল আমার ওয়ার্ডে বিক্রি করছিল। বিভিন্ন এলাকায় এ চাল বিক্রি আমি তদারকি করি। আজ (মঙ্গলবার) ফয়’স লেক পার্ক মাঠেই চাল বিক্রি হচ্ছিল। কিছুক্ষণ দেয়ার পর ডিলারের লোকজন বলেন চাল শেষ। কিন্তু চাল কিনতে ব্যর্থ হওয়া লোকজন আমাকে ফোনে জানান ট্রাকের পেছনে ত্রিপলের ভেতর চাল থাকার পরেও চাল দিচ্ছে না। বিক্রির স্থান থেকে নিয়ে যাওয়ার সময় ফয়’স লেক গেটের বাইরে সাত বস্তা চাল জব্দ করা হয়। এসময় ডিলারের লোকজন চালগুলো ফেলে চলে যায়। পরে বিষয়টি খাদ্য বিভাগকে জানালে তারা লোক পাঠায়। পরে আমার অফিসের সামনে খাদ্য বিভাগের লোকজনের উপস্থিতিতে বস্তায় থাকা ৩০৭ কেজি চাল বিক্রি করি।