ঐতিহ্য বই উৎসব আজ থেকে শুরু

36

সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য ১৯ বছর পূর্ণ করে ২০তম বছরে পদার্পণ করেছে। লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ব্যাপক উৎসাহে ঐতিহ্য ইতোমধ্যে প্রকাশ করেছে নবীন-প্রবীণ লেখকদের সহস্রাধিক বই। ক্যাবল টিভি, মোবাইল, ইন্টারনেট ও ডিভাইসের যুগে সৃজনশীল বই প্রকাশনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঐতিহ্য প্রকাশ করে চলেছে বিষয়বৈচিত্রপূর্ণ বই ও সাথে কালজয়ী চিরায়ত বাংলা সাহিত্যের রচনাবলি।
ঐতিহ্য তার অর্জনের সবটুকু গৌরব ভাগ করে নিতে চায় পাঠকদের সাথে। তাই প্রতিবছর আয়োজন করে চলেছে বুক রিভিউ প্রতিযোগিতা, নির্বাচিত পাঠাগারকে বই অনুদানসহ দেশব্যাপী বই উৎসবের। ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকার পাবলিক লাইব্রেরি চত্বরে ঐতিহ্য আয়োজন করেছিল পক্ষকালব্যাপী ‘সর্বাধিক ছাড়ের’ বই উৎসব। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও তৎসংলগ্ন এলাকার পাঠকদের সুবিধার্থে আজ বৃহস্পতিবার থেকে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি প্রাঙ্গণে দশ দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘সর্বাধিক ছাড়ের’ ঐতিহ্য বই উৎসব। কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই আর্ট গ্যালারি মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাচ্ছে এই বই উৎসব। উৎসব চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এই উৎসবে পাঠকরা ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বইয়ের মধ্যে ১২০টিরও বেশি বই কিনতে পারবেন মাত্র ২০ থেকে ৫০ টাকার বিনিময়ে। এছাড়াও ঐতিহ্য প্রকাশিত সব বইতেই উৎসব উপলক্ষে থাকছে মূল্য ছাড়। রচনাবলিতেও থাকবে বিশেষ ছাড়। বই উৎসব উপলক্ষে ঐতিহ্য প্রকাশ করেছে ৩টি নতুন বই। বই উৎসব কোনো বিরতি ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি