ঐতিহ্য-উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন

51

চট্টগ্রাম ৯ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সমর্থনে গতকাল বিকেলে বৃহত্তর বাকলিয়ায় ট্রাকযোগে গণসংযোগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দন চৌধুরীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. ইউনুস, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. বেণু কুমার দে, বর্তমান সভাপতি প্রফেসর ড. অলক কুমার পাল, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. খায়রুল আলম কুদ্দুসী, প্রফেসর ড. কুন্তল বড়ুয়া, যুগ্ম সম্পাদক প্রফেসর মনজুর আলম চৌধুরী, সহকারী অধ্যাপক সুলতানা সুকন্যা বাশার, সহকারী অধ্যাপক মোর্শেদুল আলম চৌধুরী, সহকারী অধ্যাপিক মরিয়ম ইসলাম, সহকারী অধ্যাপক আহসানুল কবির পলাশ, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. আবু নোমান,
বাকলিয়া ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহব্বায়ক মো. আকাশ, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রহমান, একেএম আনিসুজ্জামান প্রমুখ।
গণসংযোগকালে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা চলমান রাখতে সাবেক মেয়র চট্টলবীর মহিউদ্দীন চৌধুরীর সুযোগ্যপুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান।
শিক্ষক নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের সম্ভাবনাময় রাষ্ট্র, উন্নয়নের রোল মডেল। তথ্যপ্রযুক্তি আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীককে বিজয়ী করা মুক্তিযুদ্ধ-স্বাধীনতার পক্ষশক্তির দায়িত্ব।
তরুণ ও মেধাবী রাজনীতিবিদ ব্যারিস্টার নওফেলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়ন আরো বেগবান করার আহবান জানিয়ে বক্তারা বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, বাঙালী জাতিসত্ত্বা ও ঐতিহ্যের প্রতীক। নৌকার বিজয় মানে স্বাধীনতার চেতনা সমুন্বত ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণ করা।