ঐতিহাসিক জব্বারে বলীখেলা কাল নগরীতে বর্ণাঢ্য র‌্যালি

4

ক্রীড়া প্রতিবেদক

ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলা আগামীকাল। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। রং বেরঙের ব্যানার ফেস্টুনে সাজানো গাড়ি নিয়ে র‌্যালিটি বলী খেলার স্থান লালদীঘি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লালদীঘি মাঠে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন এবারের বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।
র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল জব্বার স্মৃতি বলীখেলার সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সদস্য সরোয়ার আলম চৌধুরী মনি, আকতার আনোয়ার চঞ্চল, সাহেদ মুরাদ সাকু, আলি হাসান রাজুসহ বলী খেলা কমিটি এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন, শতবর্ষী জব্বারের বলী খেলা চট্টগ্রামের বিশাল একটি ঐতিহ্য। যেটি এখন বিশ্ব অঙ্গনে জায়গা করে নিয়েছে। এই আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পেরে নিজেদের গৌরবান্বিত মনে করছি। আশা করছি, এই বলী খেলা আগের আসরগুলোর মতো সফলতার সাথে সম্পন্ন হবে।