ঐক্য পরিষদ পতেঙ্গার ত্রি-বার্ষিক সম্মেলন

20

বিগত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি ৬-৭ জানুয়ারি ২০২৩ ঢাকা অভিমুখে রোড মার্চ সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। গত ১৮ নভেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পতেঙ্গা থানার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। উত্তর পতেঙ্গা কাটগড় হিন্দু পাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সুকুমার শীল। ডা. প্রবীর বড়ুয়ার সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সংঘবাত ভিক্ষু প্রাক্তন মহাসচিব ও শাক্যমনি বৌদ্ধবিহার ও আরডি এন. এ ধ্যান কেন্দ্র পতেঙ্গার প্রতিষ্ঠাতা এস লোকজিৎ মহাথের। সম্মেলনে মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।
সম্মানিত বিশেষ অতিথি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. মোহন লাল মহাজন, ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সুমন দে, চট্টগ্রাম মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহব্বায়ক অমিত পালিত, সদস্য মৃদুল কান্তি চৌধুরী। ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমীর মহাজন লিটন, সাধন নন্দী, অসিত চৌধুরী, বিকাশ শীল, সুনীল দত্ত, উত্তম শীল, অসীম চৌধুরী, প্রণব মজুমদার, তাপস চৌধুরী, সুজন শীল, সাজু মহাজন, কাজল চৌধুরী, রাজেশ শীল, জিকু শীল, কাঞ্চন দাশ, অসীম দেব, সুমন দেব, বিশ্বজিৎ বড়ুয়া, বিপুল বড়ুয়া, বাদশা দাশ, রাসেল বড়ুয়া, সঞ্জীব দেব, সমর বড়ুয়া, পান্না দাশ, পল্লবী বড়ুয়া প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় পর্বে সর্বসম্মতিক্রমে কাজল কান্তি লোধ সভাপতি ও অ্যাড. অন্তু মহাজন-কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পতেঙ্গা থানা কার্যকরী পরিষদ গঠন করা হয়।