ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের বর্ধিত সভা

16

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগর শাখার বর্ধিত সভায় ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুতি- সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পাবর্ত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে আগামী ২২ অক্টোবর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বরে সকাল-সন্ধা গণঅনশন কর্মসূচি সফল করার আহব্বান জানানো হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগর শাখার এক বর্ধিত সভা ১৪ অক্টোবর বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। মহানগরের সভাপতি প্রকৌশলী পরিমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি