ঐক্যবদ্ধ প্রয়াসে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে : পুলিশ কমিশনার

10

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলশী থানা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তপন সিংহের সভাপতিত্বে ও খুলশী থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পুজন লোধের সঞ্চালনায় ১৪নং লালখান বাজার ওয়ার্ড শহীদনগর সিটি কর্পোরেশন স্কুল পূজা মÐপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম মাহতাব উদ্দিন, ডিসি (উত্তর) মোখলেসুর রহমান, ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, এডিসি (উত্তর) আরাফাতুল ইসলাম, এসি বায়েজিদ জোন বেলায়েত হোসেন, ওসি খুলশী সন্তোষ চাকমা, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুরুত কুমার চৌধুরী, সাধন সিংহ, স্বপন চৌধুরী, হাবিবুল আলম পিয়ারু, মিজানুর রহমান, সনাতন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, খুলশী থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দেবাশীষ মজুমদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক উল্লাহ মাসুম, আলমগীর হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, জাতির জনকের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন। সকল সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষায় প্রতিটি ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদায় পালনে তিনি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। তার নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন কোনো কর্মকান্ড কঠোর হস্তে দমনে পুলিশ বাহিনী প্রস্তুত আছে। দুর্গাপূজায় সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। বিজ্ঞপ্তি