এস.লোকজিৎ স্থবিরের মহাস্থবির বরণে ভিক্ষু পরিবাসব্রত ও ব্যূহচক্র উদ্বোধন

4

এস.লোকজিৎ স্থবিরের মহাস্থবির বরণ উপলক্ষে নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল বড়–য়া পাড়ায় গতকাল ২৩ জানুয়ারি উদ্বোধন হলো ১২ দিন ব্যাপী পবিত্র ভিক্ষু পরিবাসব্রত (ওয়াইক) ব্যূহচক্র (স্বর্গপুরী) চিত্র প্রদর্শনী। চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ, পÐিত এস.লোকজিৎ স্থবিরের মহাস্থবির বরণ ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন ২৫৬৬ বুদ্ধাব্দ উদযাপন, ১ম সংঘরাজ সারমেধ মহাস্থবিরের স্মরণে অষ্ট পরিষ্কারসহ সংঘদান সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিকেলে চন্দ্রবোধি ভিক্ষুর ত্রিপিটক থেকে পাঠের পরে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সংঘরাজ রতনজ্যোতি মহাথের, আশীর্বাদক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাথেরো, অনুষ্ঠান উদ্বোধন করেন প্রজ্ঞাসারথি প্রজ্ঞানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, বিশেষ অতিথি বিদর্শনাচায রতœপ্রিয় মহাথের, কর্মদূত জিনালংকার মহাথের, প্রজ্ঞাদিশারী বোধিরতন মহাথের, ধর্মবংশ মহাথের, কথাসাহিত্যিক দীপংকর মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, এডিসি (নর্থ) সিএমপি আরাফাত আলী, এসিপি (পাঁচলাইশ জোন) বিল্লাহ হোসেন, জিনাংসু বড়–য়া, শ্রীমতি মানু বড়–য়া, পিকু মিত্র বড়–য়া, অদীপ বড়–য়া, বাপ্পি মিত্র বড়–য়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈকত বড়–য়া ও অজন্তা বড়–য়া। বিজ্ঞপ্তি