এস.লোকজিৎ স্থবির’র মহাস্থবির বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন

36

নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল সার্বজনীন শাক্যমুনি বিহারে এস লোকজিৎ স্থবিরের মহাস্থবির বরণ ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনের ১২ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন গত ৩ ফেব্রæয়ারি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন প্রফেসর ড. জিনবোধি মহাথের। দুপুর ২টায় বরিত মহাস্থবিরকে নিয়ে চান্দগাঁও বড়–য়া পাড়া স্থানীয় বৌদ্ধ বিহারে গিয়ে প্রার্থনা ও সকলের সাথে কুশল বিনিময় ও এলাকা প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সূচনা হয়।
মঙ্গলাচরণ করেন শাক্যমুনি বিহারের আবাসিক চন্দ্রবোধি ভিক্ষু, সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ভাস্কর রতনজ্যোতি মহাথের, আশীর্বাদক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাথেরো, অনুষ্ঠান উদ্যাপন কমিটির সভাপতি ধর্মপ্রিয় মহাথের, উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়–য়া, প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, বিশেষ অতিথি ছিলেন বিদর্শনাচার্য ভদন্ত রত্মপ্রিয় মহাথের, নিজামপুর ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, প্রজ্ঞানন্দ মহাথের, জিনালংকার মহাথের, জ্যৈষ্ঠপুরা বিহারের অধ্যক্ষ জিনানন্দ মহাথের, গহিরা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রিয় মহাথের, বোধিরতন মহাথের, ধর্মবংশ মহাথের, দীপংকর মহাথের, অধ্যাপক সুনন্দ মহাথের, সুমঙ্গল মহাথের, দীপংকর থের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে.বি.এস আনন্দবোধি থের, বাংলাদেশ-অস্ট্রেলিয়া বুড্ডিস্ট সোসাইটির অধ্যক্ষ ছেয়াদ আদিচ্ছা মহাথের, ড. শরণপাল ভিক্ষু, প্রজ্ঞাপাল মহাথের, থাইল্যান্ডস্থ বুদ্ধিস্ট এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি সংঘদূত সুগতপ্রিয় থের, আনন্দপ্রিয় থের, জ্যোতিনন্দ থের, শাক্যরতœ ভিক্ষু, ক্ষান্তিশ্বর ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকাশনা পরিষদের চেয়ারম্যান পি. লোকানন্দ মহাথের, সম্পাদক শিক্ষক রনি কুমার বড়–য়া, সৈকত বড়–য়া ও অজন্তা বড়–য়া। বিজ্ঞপ্তি