এসডিজি ইয়ুথ ফোরামের আলোচনায় ড. ডেভ ডোল্যান্ড যুবকদের কর্ম উদ্যমী ও দক্ষতা অর্জন অপরিহার্য

19

বাংলাদেশের যুব সমাজ কর্মক্ষম ও সম্ভাবনাময়। তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে উৎপাদনমুখী দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। প্রতিবছর বিপুল পরিমাণ শিক্ষার্থী কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে কিন্তুু সেই অনুপাতে কর্মক্ষেত্র বাড়ছে না যা উদ্বেগজনক। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে দক্ষতার সমন্বয় অতীব জরুরী বলে প্রধান অতিথির বক্তব্যে মত দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এসডিজি ইয়ুথ ফোরাম’র ‘মানসম্পন্ন শিক্ষা’ কর্মসূচীর উপদেষ্টা ড. ডেভ ডোল্যান্ড। ‘মুজিব বর্ষের আহŸান, সবার জন্য কর্মসংস্থান’ প্রতিপাদ্যে গত ১ নভেম্বর চট্টগ্রামের লালখান বাজারস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভা এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী জোনের (চট্টগ্রাম) কর্মকর্তা জাহান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপির ১৫ ব্যাটালিয়ন অধিনায়ক এ.এস.এম. আজিম উদ্দীন, গর্ভমেন্ট টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক ও শিক্ষাবিদ শামসুদ্দীন শিশির, ইকো ফ্রেন্ডসের সভাপতি উত্তম কুমার আচার্য, ইপসা’র সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, উদ্যোক্তা লায়ন এম.এ. হোসেন বাদল, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাভেল ও লজিস্টিকস ম্যানেজার শেখ ইমরান হোসেন, তরুণ কবি চৌধুরী মিফতাউল হক, যুব নারী উন্নয়ন সংস্থার সভাপতি আফরোজা সুলতানা পূর্ণিমা, উদ্যোক্তা ও শিশির গ্রুপের চেয়ারম্যান শাহ জাহান, আলোর আশা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, যুবনেতা ইকবাল মুন্না, পরিবেশ কর্মী কাইয়ুমুর রশীদ বাবু, এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য মোহাম্মদ আব্দুর রহমান, ওব্যাট থিংক ট্যাঙ্ক কর্ণফুলীর সভাপতি মোহাম্মদ ইমরান প্রমুখ। নোমান উল্লাহ বাহার তার বক্তব্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ঠ ৮ এ সকলের জন্য শোভন কর্মসংস্থানের কথা বলা হয়েছে বলে উল্লেখ করেন। যুবসমাজকে নেতিবাচক কর্মপ্রয়াস থেকে বিরত রাখতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিশীলতা চলমান রাখতে ব্যাপক কর্মসংস্থানের সুব্যবস্থা করার উপর গুরুত্বারোপ করেন নোমান বাহার।