এসএসসি পরীক্ষায় আমিরাত থেকে ৮৭ শিক্ষার্থীর অংশগ্রহণ

11

আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্র থেকে ৮৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী ১৫ সেপ্টেম্বর এ পরীক্ষা হয় আমিরাতের রাজধানী আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল কেন্দ্রে ও রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল কেন্দ্রে। কেন্দ্র দুটি ঢাকা বোর্ডের অধীন।
শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিরণ আক্তার জানান, তাদের প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ১৭ জন ছাত্র ও ২৪ জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০ জন ছাত্র ও ৮ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে অংশ নিয়েছে ২৮ জন। বিজ্ঞান বিভাগে ১১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষার দিন দুজন অনুপস্থিত ছিল। এবার ১৭ জন ছাত্রী ও ১১ জন ছাত্র এ প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় বাংলাদেশ মিশন থেকে দুটো বিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আবদুল আলীম মিয়া ও কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) ফাতেমা জাহান।