এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

35

 

আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় :
নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ১৮ মার্চ সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ লায়ন এম. আশরাফুল আলম। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনজুর হোসাইন, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, মোহাম্মদ আবুল কালাম, হুমায়ুন কবির, সেলিনা পারভীন, মোহাম্মদ আলমগীর, তুষার কান্তি মল্লিক ও আব্দুল মাবুদ প্রমুখ।

বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ :
গত ১৮ মার্চ বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান স্কুল ক্যাম্পাসে অধ্যক্ষ এম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে শুধু পুঁতিগত বিদ্যার গন্ডিতে সীমাবদ্ধ থাকলে হবে না। বরং শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করাসহ স্বীয় দক্ষতা বৃদ্ধিতে সচেষ্ট হতে হবে বলে মন্তব্য করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসেস বৈশাখী পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নাসিমা আক্তার এবং পিন্টু দত্ত। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাজমিন সুলতানা, বৃষ্টি বিশ্বাস, নাসরিন সুলতানা, শাহীন আলম এবং হুমাইরা জান্নাত।

দক্ষিণ হালিশহর বিদ্যালয় :
নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বুধবার স্কুল মাঠে প্রধান শিক্ষক মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য নুরুল বশর, সিনিয়র শিক্ষক ফজল করিম, সিনিয়র শিক্ষক ওসমান গনি, মিলন কুমার চক্রবর্তী, শিক্ষক গোলাম মহিউদ্দিন। বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ও হারিছা খানমের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাও. মুক্তার আহমদ।