এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

9

 

কাপ্তাই : কাপ্তাই উপজেলাধীন ওয়াগগা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ৮ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদার। ওয়াগগা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হেডম্যান অরুন তালুকদার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াগগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

চন্দনাইশ : চন্দনাইশে ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী। শ্যামল ভট্টাচার্যর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস মিয়া, গাছবাড়িয়া নিত্যনন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া মো. মোজাহেরুল ইসলাম শিক্ষক বিলাস বড়ুয়া, তাহমিনা আকতার, সালমা হোসেন শাহীন, বাপ্পি শীল, দীপ্ত বড়ুয়া, রূপন কান্তি দে, আসমা তাহের প্রমুখ।

আনোয়ারা :
আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর বিদ্যালয় মাঠে সহকারী প্রধান শিক্ষিকা গীতা ব্রহ্মচারিণীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের মো. রফিক উল্লাহ, বিদ্যালয়ের দাতা সদস্য সুমন চক্রবর্তী ও ইউপি সদস্য নিতাই চন্দ্র দে। বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল ভট্টাচার্য্যরে সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাইফুদ্দিন, মো. ইলিয়াছ, জমির উদ্দিন, মাদল ঘোষ, ডা. সজল দাশ, উত্তম কুমার পিন্টু প্রমুখ।

ছিপাতলী কামিল মাদ্রাসা:
ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (এমএ) মাদ্রাসায় ফাযিল (স্নাতক) ক্লাসের সবক ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল গত ৭ নভেম্বর আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা (রহ.) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সদারত, সবকদান ও দোয়া মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। সভাপতির বক্তব্যে আল্লামা ফরিদ উদ্দিন ছাত্রদেরকে কোরআন-হাদীসের সঠিক জ্ঞান অন্বেষনের মাধ্যমে মাযহাব মিল্লাত, তথা দেশ-জাতির খেদমতে আত্মনিয়োগ হওয়ার গুরুত্বারোপ করেন। প্রফেসর আলী আজগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, মোফাচ্ছেরে কোরআন আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম, মোহাম্মদ ইউসুফ আল্-কাদেরী, মাওলানা শফিউল আলম আজিজি, অধ্যাপক মাহফুজুল হক, মাওলানা ইউসুফ আলী, তাহেরা সুলতানা, মাওলানা আবদুন নবী, মাওলানা আবদুচ ছমদ, মাওলানা আসিফ সাইফুদ্দীন, মাওলানা মঈনুদ্দীন খান আল-মামুন, মাওলানা খাজা আহমদ, মাওলানা লিয়াকত আলী প্রমুখ।