এসএসসিতে সাফল্যের গল্প

20

শিক্ষা রিপোর্ট

সদা হাসিখুশি প্রাণোচ্ছল-ইংরেজি বলতে পারে সাবলীলভাবে। খ্যাতিমান ইংরেজ কবিদের পাশাপাশি রবীন্দ্রনাথ-নজরুলসহ নামকরা বাঙালী কবিদের কবিতা আবৃত্তিও পারে কাশেদুল। পুরো নাম কাশেদুল আলম। খেলাধুলায়ও মনযোগী। একাডেমিক পড়াশোনার বাইরে বই পড়া তার পছন্দের বিষয়। এবার সিজিএস থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। ন্যাশনাল ক্যারিকুলামে পড়াশোনা তার ইংলিশ ভার্সনে। ফলাফলে সে সন্তুষ্ট। জানাল নিয়ম করে স্কুলের পড়াশোনা ঠিক রাখা এবং প্রাত্যহিক জীবনে নিয়মানুবর্তিতা মেনে চলার পাশাপাশি ভালো ও দৃঢ় ইচ্ছা পোষণ করলে যে কোন বিষয়ে ভাল ফল অর্জন সম্ভব। বাবা-মা ও শিক্ষকদের গাইডলাইনকে সে পড়াশোনায় গুরুত্ব দিত বলে জানায়। ব্যবসায়ী বাবার সন্তান কাশেদুল ভবিষ্যতে আরো ভাল ফল অর্জন করে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করতে চায়। কে বেশি প্রিয় তার- জবাব ‘বাবা-মা দুজনই’। বাবা ফজলুল আজিম ও মা সেলিনা আক্তার দুজনই তার সব কিছুর প্রেরণা বলে মন্তব্য করে এমডি কাশেদুল আলম।