এসএমসি‘র চট্টগ্রামে কমিউনিটি মোবিলাইজেশন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

57

অনলাইন ডেস্ক
গত ৫ই জুন সকালে এসএমসি‘র কর্মকর্তারা চট্টগ্রামে আরবান কমিউনিটি মোবিলাইজেশন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন।  এসএমসি ও ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত আরবান কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রমে স্থানীয় গোল্ড স্টার মেম্বার’দের নিয়ে মাসিক মিটিং এর আয়োজন করা হয়। উক্ত মিটিং এ সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সীমান্তিক নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান। মিটিংয়ে আরোও  উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, কোম্পানীর পরিচালনা পর্ষদ-এসএমসি ও এসএমসি ইএল মো: আলী রেজা খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা-এসএমসি তছলিম উদ্দিন খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ফজলে খোদা, ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ-আল-মামুন, সেলস ম্যানেজার নজরুল ইসলাম তালুকদার, ডিএফপিএম কামাল হোসেন সহ অন্যান্য নতুনদিনের কর্মীগণ। উক্ত সভায় বক্তারা নতুনদিন প্রকল্পের কমিউনিটি ভিত্তিক নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে বিশেষ করে তাদের ব্যবসা উন্নয়নে ও সফলতার জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও উৎসাহমূলক আলোচনা করেন। সকল নারী উদ্যোক্তাদের উন্নয়নের প্রশংসা করেন, নিজের ও সমাজের উন্নয়নে তাদের আরোও উদ্যোগী  হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। উদ্দিষ্ট জনগোষ্ঠির স্বাস্থ্যগত আচরণ পরিবর্তন করার মাধ্যমে নতুনদিন প্রকল্প অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছে এবং পাশাপাশি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। জানা যায়, বর্তমানে এই প্রোগ্রামের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডে ১৫ জন মহিলা উদ্দ্যোক্তা তৈরী হয়েছে, যার ফলে একদিকে যেমন সাধারণ জনগন তার হাতের নাগালে স্বাস্থ্য সামগ্রীগুলো পাচ্ছেন। অন্যদিকে নারীরা অর্থ উপার্জনের মাধ্যমে ক্ষমতায়িত হচ্ছেন।