এসএমই বাণিজ্য মেলায় ফ্যাশন ও বিউটি এক্সপো উদ্বোধন

46

প্রযুক্তি নারীদের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। প্রাক্তন সাংসদ সাবিহা নাহার বেগম সম্প্রতি অনলাইন ভিত্তিক গ্রূপ ehelies I Lovely Ladies এর উদ্যোগে ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় ১৩ তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলা বাংলাদেশ ২০১৯ এর এক্সিবিশন হলে আয়োজিত ৩ দিনব্যাপী Fashion & Beauty Expo ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন আজকের নারীরা ঘর-সংসার সামলিয়েও ব্যবসা করছে। প্রযুক্তির কল্যানে এখন আর ব্যবসার জন্য বাহিরে যাওয়া বাধ্যতামূলক না যা নারীদের ব্যবসায় আরো উদ্বুদ্ধ করছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন তথ্য প্রযুক্তির বদৌলতে এখন নারীরা ঘরে বসেই আয় করতে পারছে। নিজেদের যোগ্যতা ও মেধাকে মুনাফায় রুপান্তরিত করার অনেক পথ তৈরি করে দিচ্ছে প্রযুক্তি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারকোড গ্রূপের স্বত্বাধীকারী মঞ্জুরুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, পরিচালক মুস্তারি মোর্শেদ স্মৃতি, রোজিনা আক্তার লিপি, ফেরদৌস ইয়াসমিন খানম, অন্যান্য পরিচালক ও সদস্যসহ অনলাইন ভিত্তিক গ্রূপ Sehelies এর স্বত্বাধীকারী রোজী হোসেন, রুপা, Lovely Ladies এর স্বত্বাধীকারী রুবাইয়াত ইয়াসমিন রুপা ও লুৎফুন্নেসা রুম্পা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই Fashion & Beauty Expo 2019, যেখানে থাকবে পার্লার, বুটিক্স, প্রসাধনী, অলংকার, জুতা, ব্যাগ, মেহেদী সহ নানান ধরণের ঘরোয়া খাবারের স্টল। বিজ্ঞপ্তি