এসআইবিএল’র ছাদ বাগান বিনিয়োগ কার্যক্রম

7

ছাদ বাগান এখন শুধু সৌখিনতা নয়, অফুরন্ত মানসিক প্রশান্তির উৎস। বাড়ির ছাদে বা বারান্দায় একখন্ড সবুজ বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বিষমুক্ত তাজা ফলমূল, শাক সবজির জোগান দিয়ে পরিবারের স্বাস্থ্য ঝুঁকি কমায়, নির্মল বাতাস পাওয়ার নিশ্চয়তা দেয়। তাই শহুরে জীবনে সবুজের আবহ বাড়াতে এবং নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ করতে, বাড়ির ছাদে শখের বাগান শ্লোগানে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন বিনিয়োগ প্রকল্প ‘‘এসআইবিএল ছাদ কৃষি বিনিয়োগ’’ বিতরণ শুরু হলো চট্টগ্রামে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে সম্প্রতি বাকলিয়াশাখা ও রোয়াজার হাট শাখার দুজন বিনিয়োগ গ্রাহকের হাতে ৩ লক্ষ টাকা করে দুটি চেক হস্তান্তর করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মো. সোহেল, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তাগণএবং বিনিয়োগ গ্রহণে আগ্রহী সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।