এশিয়া কাপ নিয়ে সংশয়

14

১৫তম এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালে। মহামারী করোনাভাইরাস সেটা হতে দেয়নি, এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনটি পিছিয়ে দেওয়া হয় ২০২১ সালের জুনে। কিন্তু ওই সময়েও এশিয়া কাপ মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। ভারত বরাবরই এশিয়া কাপের বড় পার্ট। জুনে ভারতের অংশগ্রহণের অনিশ্চয়তার কারণেই শঙ্কাটা দেখছেন মানি।
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী জুনে। প্রথম দল হিসেবে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে নিউজিল্যান্ড। সম্ভবনা দেখা দিয়েছে ফাইনালের দ্বিতীয় দল হতে যাচ্ছে ভারত। বিরাট কোহলিরা যদি সত্যিই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যান তবে নিশ্চয় সেটা ছেড়ে এশিয়া কাপ খেলতে যাবেন না। আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলও ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজনের কথা ভাববে বলে মনে হয় না। সেই কারণেই এশিয়া কাপ ঠিক সময়ে অনুষ্ঠিত হবে কিনা শঙ্কিত মানি।