এশিয়ান হকি ফেডারেশনের কমিটিতে সাত বাংলাদেশি

29

এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) বিভিন্ন সাব কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের সাত হকি সংশ্লিষ্ট কর্মকর্তা। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। সভায় আসন্ন টোকিও অলিম্পিক ঘিরে বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি রশীদ শিকদারকে একটি বিশেষ স্মারকও উপহার দেন এএইচএফ-এর সভাপতি ফুমিও ওগুরা ও প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম।
সাব কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন: মোহাম্মদ কাওসার আলী (সদস্য, এএইচএফ গভরনেন্স প্যানেল) জাহিদ হোসেন রাজু (সদস্য, এএইচএফ অ্যাথলেটস প্যানেল) টুটুল কুমার নাগ (সদস্য, এএইচএফ কম্পিটিশন্স কমিটি) মাকসুদুর রহমান (সদস্য, এএইচএফ আম্পায়ারিং কমিটি) আ ন ম মামুন উর রশীদ (সদস্য, এএইচএফ ডেভেলপমেন্ট ও এনগেজমেন্ট কমিটি) তারিক উজ জামান নান্নু (সদস্য, এএইচএফ রাজা আশমান শাহ হকি একাডেমী কমিটি) আলমগীর আলম (সদস্য, এএইচএফ মাস্টার্স হকি প্যানেল)।