এলিটা কিংসলের প্রিমিয়ার লিগ খেলা অনিশ্চিত

65

মার্চের মাঝামাঝিতে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। বাংলাদেশি নাগরিক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সনদপত্র পাওয়ার পর কিংসলেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দলভুক্তির সিদ্ধান্ত নেয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। স্থানীয় খেলোয়াড় হিসেবে তার নাম নিবন্ধনের জন্য বাফুফেতে আবেদনও করেছে লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু জাতীয় পরিচয়পত্র না হওয়ায় তার নিবন্ধন ঝুলে আছে। প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলের সময় শেষ হয়েছে ১৭ এপ্রিল। বসুন্ধরা কিংস নাম দিয়েছে কিংসলের। কিন্তু খেলোয়াড় রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক জন্মনিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট এর কোনটাই দিতে পারেনি বসুন্ধরা কিংস। যে কারণে, ক্লাবটি বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদনও করেছে কিংসলের রেজিস্ট্রেশনের জন্য।
কিংসলে প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধিত হতে পারবেন কিনা, পারলেও কি কি শর্তে- সবকিছু এখন নির্ভর করছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর।
কিংসলের নিবন্ধনের আবেদন বাতিল হলে এ মৌসুমে আর ঘরোয়া ফুটবল খেলা হবে না ‘নতুন বাংলাদেশি’ কিংসলের।