এলডিপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

6

 

আগামী ১৪ ফেব্রূয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলডিপি সমর্থিত ছাতা প্রতীকের প্রার্থী আইনুল কবির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গত ১১ ফেব্রূয়ারি তিনি তার নিজ বাসভবনে ইশতেহার ঘোষণা উপলক্ষে এক সভা সাবেক পৌরসভার মেয়র আইয়ুব কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, বাঁশখালী উপজেলা এলডিপির সভাপতি আনিসুর রহমান, পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. জমির হোসেন, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দীন, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন মুন্না, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মো. হাসান আল-মাসুদ প্রমুখ। এলডিপি প্রার্থী কবির বলেছেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের নির্বাচন ও নির্বাচন কমিশনের প্রতি শান্তিপ্রিয় গণতন্ত্রমনা সাধারণ মানুষের অসন্তুষ্টি, অনাস্থা পরিলক্ষিত হচ্ছে। তারপরও আগামী পৌরসভা নির্বাচনে চন্দনাইশ পৌরসভার ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ছাতা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে ২১ দফা ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি পৌর পিতা বা শোষক নয়, সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রæতি দেন। বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের মাধ্যমে উন্নয়নমুলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার উপরও জোর দেন তিনি। এছাড়া চন্দনাইশ পৌরসভা সৌন্দর্য্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য উদ্যোগ গ্রহণ, বয়স্ক ও প্রতিবন্ধিদের সহায়তা প্রদান, যাতায়াত উন্নয়ন ও ট্রাফিক ব্যবস্থা চালুকরণের উপরও গুরুত্বারোপ করেন।