এরশাদের রোগমুক্তি কামনায় মাহফিল

57

জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের পরিচালনায় চন্দনপুরা টাকশাহ্ মিয়া জামে মসজিদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নগর জাপার সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক কে.এম আবছার উদ্দিন রনি, দপ্তর সম্পাদক ছবির আহমেদ, চকবাজার থানার আহবায়ক বাচ্চু ভাই। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন টাকশাহ্ মিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা খলিলুর রহমান, জাতীয় ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক আহবায়ক ছাত্রনেতা আতাই রাব্বী তানবীর, বায়েজিদ থানা ছাত্রনেতা সাকিবুল হাসান, চান্দগাঁও থানার আহবায়ক মামুনুর রশিদ মামুন, চান্দগাঁও থানা ছাত্রনেতা আরাফাতুর রহমান কচি, চট্টগ্রাম কলেজের আহবায়ক মিনহাজ উদ্দিন, পাঁচলাইশ থানার সদস্য সচিব আক্কাস উদ্দিন আকাশসহ বিভিন্ন থানা ও নগরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে মসজিদ, মন্দির, প্যাগোডা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও পানির বিল মওকুফ ছিল, শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছিল। রাষ্ট্রধর্ম ইসলাম পল্লীবন্ধু এরশাদের আমলে হয়েছিল। তাই দেশের উন্নয়নের জন্য পল্লীবন্ধুর বেঁচে থাকা আবশ্যক। দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনা এবং দীর্ঘায়ু’র জন্য মুনাজাত করা হয়। খবর বিজ্ঞপ্তির