এরদোয়ানকে স্পুটনিক বুস্টার ডোজ নেয়ার প্রস্তাব পুতিনের

2

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে বুস্টার ডোজ নিলে রুশ উদ্ভাবিত স্পুটনিক ভি টিকা নেওয়ার জন্য বলেছেন। উভয় নেতার উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। বুধবার সোচিতে বৈঠকে বসেন পুতিন ও এরদোয়ান। সম্প্রতি রুশ প্রেসিডেন্টের এক সফরসঙ্গী করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি আইসোলেশনে চলে যান। আইসোলেশন কাটিয়ে কয়েক দিন আগে শিকার করেছেন তিনি। পুতিন বলেন, ‘আমার শরীরে উচ্চমাত্রার অ্যান্টিবডি আছে, আমি ভাগ্যবান ছিলাম’। এরদোয়ানকে লক্ষ্য করে তিনি বলেন, ‘তাই পরে যখন আপনি টিকা নেবেন তখন স্পুটনিক নিয়েন’। জবাবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি এরইমধ্যে ফাইজারের বুস্টার ডোজ নিয়েছি এবং অ্যান্টিবডির মাত্রা ১,১০০। পুতিন তখন বলেন, ‘তাহলে পরের বার’। রুশ প্রেসিডেন্টের এ কথায় এরদোয়ান কিছু বলেননি, শুধু হেসেছেন।