এমারসনকে ফিরিয়ে আনলো বার্সা

16

এক সপ্তাহে তৃতীয় খেলোয়াড় হিসেবে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এমারসন। ব্রাজিলিয়ান অ্যাটাকিং রাইট-ব্যাককে রিয়াল বেতিস থেকে ফিরিয়ে আনলো কাতালান জায়ান্টরা। এমারসন গত দুই মৌসুম ধারে রিয়াল বেতিসে কাটিয়েছেন। তবে তার চুক্তিটি ছিল যৌথভাবে দুই ক্লাবের সঙ্গেই। চুক্তি অনুযায়ী, চাইলে মৌসুম শেষে তাকে ফিরিয়ে নিতে পারবে বার্সা। সেই অধিকারই এবার প্রয়োগ করল লা লিগার সাবেক চ্যাম্পিয়নরা। আগামী ১ জুলাই থেকে ক্যাম্প ন্যু হতে যাচ্ছে এমারসনের নতুন ঠিকানা। তবে সাও পাওলোতে জন্মগ্রহণ করা এই ডিফেন্ডারকে ফেরাতে ৯ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সা। এমারসনকে ফেরানোর মূল কারণ তার অ্যাসিস্টের ক্ষমতা। রাইট-ব্যাক হলেও প্রায় অ্যাটাকিং পজিশনে উঠে যেতে পারেন তিনি। গত দুই মৌসুমে স্পেনের শীর্ষ পর্যায়ের ফুটবলে ডিফেন্ডার হিসেবে চতুর্থ সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল তার। এর আগে চলতি সপ্তাহে ম্যানচেস্টার সিটি থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জি আগুয়েরো এবং স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে বিনা ট্রান্সফার ফি’তে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।