এমপি নদভীর শ্বশুর মুমিনুল হক চৌধুরীর ইন্তেকাল

103

সাতকানিয়া-লোহাগাড়ার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ড. আবু রেজা মো. নেজামউদ্দিন নদভীর শ্বশুর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। শুক্রবার রাত সাড়ে ৩টায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুম মাওলানা মুমিনুল হক চৌধুরীকে ৪টি জানাজার নামাজ শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়। ১ম জানাজা চান্দগাঁওস্থ ইন্টারন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে সকাল-৮.৩০ টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দারুল মা’য়ারিফ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফোরকান উল্লাহ্। এতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ জাফর সাদেক, সমাজসেবক মুহাম্মদ নুরুল্লাহ্ প্রমুখ।
২য় নামাজে জানাজা সীতাকুন্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর গোলাম মহিউদ্দিন। নামাজে জানাজায় ইমামতি করেন, আইআইইউসির সহকারী সেক্রেটারি মাওলানা দ্বীন মুহাম্মদ। উপস্থিত ছিলেন আইআইইউসি ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম.মুহাম্মদ শামসুল ইসলাম প্রমুখ।
প্যারেড ময়দানে মাওলানা মুমিনুল হক চৌধুরীর ৩য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি মাওলানা আ.ন.ম.শামসুল ইসলাম। এতে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বায়তুশ শরফ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. প্রফেসর মাওলানা সাইয়েদ আবু নোমান, মাওলানা হারুন অর রশিদ চরকানাই, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মরহুমের চতুর্থ নামাজে জানাজা সাতকানিয়া চরতি ইউনিয়নে বাদ আছর অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি