এমপি নদভীর ভাইয়ের দাফন সম্পন্ন

41

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী’র বড় ভাই আবুল ওয়াফা মোহাম্মদ শিহাবুদ্দীনের নামাজে জানাজা শেষে মক্কার বাড়িস্থ পারিবারিক কবরস্থানে ৯ সেপ্টেম্বর রাত নয়টায় দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন সৌদি আরবের রিয়াদস্থ আল-খারাজ রাজকীয় জামে মসজিদের সাবেক খতীব হাফেজ মাওলানা জাহেদ হোসাইন। জানাজার পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মরহুমের ছোট ভাই প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী এমপি ও শিক্ষাবিদ প্রফেসর ড. আ.ফ.ম খালিদ হোসাইন।
উপমহাদেশের প্রখ্যাত আলেম ও একাধিক গ্রন্থ প্রণেতা আল্লামা আবুল বারাকাত মোহাম্মদ ফজলুল্লাহ (রাহ.) এর ছয় সন্তানের ৩য় আবুল ওয়াফা মোহাম্মদ শিহাবুদ্দীন গ্রামের বাড়িতেই অবস্থান করতেন। তিনি একজন সুফি-দরবেশ হিসেবে এলাকাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। আজানের সাথে সাথে মসজিদে উপস্থিত হওয়া ছিল তার সহজাত অভ্যাস। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত আবুল ওয়াফা ৮ সেপ্টেম্বর জোহরের নামাজের পর অজিফা পাঠ শেষে দীর্ঘক্ষণ মোনাজাতে মশগুল ছিলেন। মোনাজাত শেষ করে মুখ ধোয়ার জন্য পুকুর ঘাটে নামলে তিনি হঠাৎ স্ট্রোক করে ঢলে পড়েন এবং দুপুর দুইটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বৎসর। তিনি চার ভাই, তিন বোন, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বিজ্ঞপ্তি