এমন ক্ষতি হয়ে গেল, বলার ভাষা খুঁজে পাচ্ছি না জাহাঙ্গীর আলম

45

এএস ফ্যাশেন কর্ণধার জাহাঙ্গীর আলম বলেন, আমি নিজেই একজন ব্যবসায়ী। ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ৪ মাস আগে থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। রমজানের ১ মাস আগে থেকে হোল সেইল শুরু হয়ে থাকে। কিন্তু এবারে এমন ক্ষতি হয়ে গেল যা বলার মত ভাষা খুঁজি পাচ্ছি না।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাবছর যা বাকিতে বিক্রি করেছি, তাদের প্রেসার, যাদের কাছ থেকে বাকিতে পোশাক এনেছি তাদের প্রেসার, দোকান মালিকের ভাড়া প্রেসার, বাসা ভাড়ার প্রেসার, লকডাউনে বাসায় থাকতে থাকতে বউয়ের প্রেসার, সবধরনের প্রেসারের কারণে নিজের প্রেসার শূন্য হয়ে গেছে। আমাদের এসব প্রেসার নিরসনে সরকারের কাছে প্রণোদনা জন্য আবেদন জানায়। এছাড়া জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির মাধ্যমে দোকান মালিকদের কাছে আকুল আবেদন, করোনা পরিস্তিতিতে তারা যেন দোকান ভাড়া মানবিক দৃষ্টিতে বিবেচনা করেন।