এবার মাঠে ফিরছে চ্যাম্পিয়নশিপ লিগ

4

লকডাউনের মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব মাঠে গড়িয়েছে ৩০ এপ্রিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার মাঠে ফিরেয়ে আনছে পেশাদার ফুটবলের দ্বিতীয় পর্ব বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। আগামী ৩১ মে শুরু হবে ১২ দলের এই প্রতিযোগিতা। বিপিএলের মতো বিসিএলের খেলাও হবে দর্শকশূন্য গ্যালারি রেখে।
দ্বিতীয় পর্ব শুরুর পূর্বে প্রতিটি দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, লিগ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত; যেমন- রেফারি, সহকারী রেফারি, বলবয়সহ অন্যান্য অফিসিয়ালদের কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক। লিগ শুরুর পর ২১ দিন পরপর পুনরায় সবার করোনা পরীক্ষা করানো হবে।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘লকডাউনের কারণে আমাদের স্থগিত হওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের মধ্যবর্তী দলবদল চলবে ২৫ মে পর্যন্ত। তারপর ৩১ মে শুরু হবে লিগ। সভায় সিদ্ধান্ত হয়েছে দলগুলোকে অংশগ্রহণ ফি প্রদান করা হবে।’