এবার বিনাশী হবেন জাহানারা

21

গত আসরের আইপিএলে করা ভুলগুলো নিয়ে এখনো আফসোস হয় জাহানারা আলমের। কেবলই ভাবেন-যদি আরেকটু ভাল খেলতাম, ফাইনাল ম্যাচে চার নম্বর ওভারটায় আরেকটু টাইট বোলিং করতে পারতাম, একটা ব্রেক থ্রু আসত, তাহলে হয়ত রানার-আপ না হয়ে চ্যাম্পিয়নই হতাম। তাতে অবশ্য তিনি মুর্ছা যান না মোটেই। বরং আরো প্রত্যয়ী হয়ে ওঠেন, যাতে লেপ্টে থাকে ধ্বংস বাঁশির সুর। যে সুর তাকে এই আসরে বিনাশী হয়ে ওঠার জ্বালানি যুগিয়ে যায় অবিরত।
মেয়েদের আইপিএলের গত আসরে দুটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল জাহানারার। ভেলোসিটির জার্সি গায়ে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও ফাইনালে ঠিকই জ্বলে উঠেছিলেন। ৪ ওভারে মাত্র ২১ রানে নিয়েছিলেন ২ উইকেট। যদিও তাতে জয়ের মুখ দেখেনি তার দল। সেই ক্ষত আজও তার মনে দগদগে। আর তাতে প্রলেপ দিতে এবারের আসরে বল হাতে বিনাশী হওয়ার কোন ব্যতিক্রমই দেখছেন না দেশসেরা এই প্রমীলা পেসার। সেই বিনাশে যত্রতত্র উপ্রে যাবে ব্যাটম্যানের স্ট্যাম্প, উড়ে যাবে বেলস। গণমাধ্যমের সঙ্গে এমন দৃপ্ত মনোভাবের কথাই জানালেন টানা দুইবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগ বা মেয়েদের আইপিএলে বাংলাদেশ থেকে ডাক পাওয়া একমাত্র প্রমীলা এই ফাস্ট বোলার। সব ঠিক থাকলে আইপিএলে খেলতে চলতি মাসের ২১ তারিখে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন জাহানারা।