এবার বাংলাদেশের ব্রাজিল ভক্তদের নিয়ে ফিফার পোস্ট

3

নিজেদের দল নেই ফুটবল বিশ্বকাপে। কিন্তু বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা দেখলে সেটা আঁচ করার উপায় নেই। কাতার বিশ্বকাপের রোমাঞ্চে মেতেছে গোটা বাংলাদেশ। আরেকটু সরাসরি বলা যায় ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের সমর্থকে ভাগ হয়ে গেছেন সবাই। সেই খবর বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। এইতো সেদিন আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোলের পর সমর্থকদের উদ্‌যাপনের একটি ভিডিও টুইট করেছিল ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেই ভিডিওটিতে ক্যাপশন যা ছিল তার অনুবাদ অনেকটা এরকম, ‘এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করলেন।’ ফের ফিফার টুইটে এসেছে বাংলাদেশ। যেখানে দেখা মিলল ব্রাজিল-সমর্থকদের উন্মাদনার চিত্র। সোমবার ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় হাজারো দর্শক দেখেছেন। সমর্থকদের আনন্দ উদযাপনের তেমনই কয়েকটি ছবি পোস্ট করে ফিফা তাদের সোশ্যাল মিডিয়া পেজে লিখল, ‘ফুটবলের মতো অন্যকিছু মানুষকে এতোটা এক করতে পারে না।’ এমনিতে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের ম্যাচ থাকলেই বড় পর্দার সামনে দর্শকদের উপচে পড়া ভীড় দেখা যায়। সেইসব খবর গুরুত্ব দিয়েই উঠে আসছে গণমাধ্যমেও। নিজেদের দল বিশ্বকাপে না থাকলেও সমর্থনে ভিন্ন এক মাত্রা যোগ করেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীর!