এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

15

পূর্বদেশ ডেস্ক

ভারী বর্ষণ ও উজানের ঢলে সিলেটসহ দেশের কয়েক এলাকায় বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২০ সালের বি.এড দুটি বর্ষের দুই সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনংসংযোগ কর্মকর্তা মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের বি.এড প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বি.এড দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এই দুটি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানান হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে শুক্রবার বন্যার কারণে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। খবর বিডিনিউজ।
ভারতের মেঘালয় ও আসামে রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার সিলেট অঞ্চলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করা হচ্ছে। সিলেটের বিভাগীয় কমিশনারের হিসাবে, সিলেট ও সুনামগঞ্জের ৩৫ লাখের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় এবার সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগপূণ আবহাওয়ায় নেই মোবাইলের নেটওয়ার্কও। পানিবন্দি জীবনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে বহু গুণ।
এদিকে, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন দুই লাখ মানুষ।