এবার কৃত্রিম হাড় তৈরি করল ইরান

28

ইরানের গবেষকরা ১০ বছরের নিরবচ্ছিন্ন গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করেছেন। দেশটির শহীদ বেহেশতি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ পলিমার-সিরামিক মিশ্রণের উপাদানের মাধ্যমে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে হাড় তৈরি করতে সফল হয়েছেন। ইতোমধ্যে তৈরিকৃত হাড় দিয়ে পাঁচজন রোগীর ওপর সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে।
এ গবেষণা নিয়ে আন্তর্জাতিক মেডিকেল গবেষণা নিবন্ধ সাইটগুলোতে ১০ টিরও অধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
হাড় ভাঙ্গা বা হাড়ে ডিফেক্ট বিভিন্ন কারণে হতে পারে। যেমন জন্মগত কারণ, টিউমার, ক্যান্সার এবং দুর্ঘটনায় হাড় ভেঙে যেতে পারে। এছাড়াও সড়ক দুর্ঘটনার কারণে হাড় ভাঙা রোগীদের সংখ্যা অনেক বেশি। এ ক্ষেত্রে এ গবেষণার সফলতা হাড়ের রোগীদের জন্য একটি সুখবর বলে মনে করছেন ইরানিরা।